Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নালায় পরিণত হওয়া তিস্তা পারাপারে বাঁশের সাঁকো

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা  সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদী নাব্যতা হারিয়ে নালায় পরিণত হওয়ায় পারাপারে নৌকার স্থান দখল করে নিয়েছে বাঁশের সাঁকো। জানা গেছে, সর্বনাশা তিস্তা নদী কালের চক্রে নাব্যতা হারিয়ে মরা খালে পরিণত হওয়ায় এখন অসংখ্য ধু-ধু বালু চর জেগে উঠেছে। এছাড়া নদীর গতিপথ পরিবর্তন হয়ে অসংখ্য খাল এবং কোল নদীর সৃষ্টি হয়েছে। হেমন্তকাল আসতে না আসতেই তিস্তা নদী মরা খালে পরিণত হওয়ায় নৌকা চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে নদীর উপর বাঁশের সাঁকো নির্মাণ করে দু-পাড়ের মানুষ পারাপার  করেন। সরেজমিন দেখা যায় উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে বাঁশের সাঁকো ও পায়ে হেঁটে সাধারণ মানুষ তিস্তা নদী পার হচ্ছেন। এ ব্যাপারে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ জানান, তিস্তা নদী মরাখালে পরিণত হওয়ায় নৌ চলাচল বন্ধ হয়ে গেছে। নৌ-পথে ১০/১২টি রুটের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়েছে। হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জু মিয়া জানান, নদী খনন না করার কারণে গতিপথ পরিবর্তন হয়েছে। এমনকি তিস্তার চরাঞ্চলে চলাচলের মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। নদীর গতিপথ ফিরে আনতে নদী খনন একান্ত প্রয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নালায় পরিণত হওয়া তিস্তা পারাপারে বাঁশের সাঁকো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ