মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আবারো কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বড় গলায় ভারতকে শাসিয়ে দিল চীন। গতকাল চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি পাহাড় ঝাঁকানো সহজ কিন্তু চীনের সেনাবাহিনী পিপল’স লিবারেশন আর্মিকে (পিএলএ) ঝাঁকানো কঠিন।’
মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান এক ব্রিফিংয়ে ভারতের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, সীমানা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা সুদৃঢ়ভাবে বেড়েছে চীনের। ভারতের সিকিম রাজ্যসংলগ্ন সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তের দুই পাশে উভয় দেশের সেনারা অবস্থান করছে। এক যুদ্ধোন্মুখ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ উত্তেজনা সৃষ্টির জন্য ভারতকে দায়ী করে আসছে চীন। কিন্তু সীমান্তসংলগ্ন মালভূমিতে চীনের সড়ক নির্মাণের কারণে আপত্তি জানিয়ে সেখানে সেনা মোতায়েন করেছে ভারত।
চীনের দাবি, ভারতীয় সেনারা সীমান্ত পার হয়ে চীনের ডংলাং অঞ্চলে প্রবেশ করে সড়ক নির্মাণে বাধা দেয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় দেশের সেনারা সীমান্তের দুই পাশে অবস্থান নেয়। ভারতীয় সেনারা সীমান্তের কাছে ভুটানের উপত্যকায় অবস্থা নিয়েছে। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে চীনের একমাত্র শর্ত, আগে ভারতকে তাদের সেনা প্রত্যাহার করে নিতে হবে। কেবল তখনই এ নিয়ে সমঝোতা বা আলোচনা হতে পারে। সোমবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান আবার সেই শর্তের কথা মনিয়ে করিয়ে দিয়েছে ভারতকে। তথসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।