মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : স্বচ্ছ ভারত অভিযানের প্রচার করতে গিয়ে কুরুচিকর মন্তব্য করে বসলেন বিহারের অরঙ্গাবাদের জেলা প্রশাসক কানওয়াল তনুজ। শৌচালয় তৈরির টাকা তুলতে স্ত্রীকে বিক্রির করার পরামর্শ দিয়েছেন তিনি। জেলা প্রশাসকের সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতে, শৌচাগারের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তিনি যা বললেন তা শুধু নিন্দনীয়ই নয়, লজ্জাজনকও বটে।
গত শনিবার গ্রামের এক সভায় তিনি বলেন, ‘যদি পারেন নিজের স্ত্রীর সম্ভ্রম রক্ষা করুন। আপনি ঠিক কতটা গরিব? আপনার স্ত্রীর মূল্য যদি ১২ হাজার টাকার কম হয় তবে হাত তুলুন।’ এখানেই শেষ নয় ফের তিনি বলে ওঠেন, ‘আগে আমার কথা শুনুন, তার পর হাত তুলবেন। এমন কেউ আছেন কি যিনি বলবেন, আমাকে ১২ হাজার টাকা দিন তার বিনিময়ে আমার স্ত্রীর সম্ভ্রম নিয়ে নিন? কেউ কি এমন আছেন?’ জেলা প্রশাসকের এই মন্তব্য শুনে এক গ্রামবাসী তার উদ্দেশে জানান, বাড়িতে শৌচাগার তৈরি করার মতো অর্থ তার কাছে নেই। এই উত্তর শুনে সামনে-পিছনে না ভেবে বেফাঁস মন্তব্য করে বসেন কানওয়াল। তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে কথা বলব। যদি আপনার কথা সত্যি হয়, তবে যান নিজের স্ত্রীকে বিক্রি করে দিন। অনেকেই আগাম টাকার কথা বলছেন। তারা আগাম টাকা পেয়েও গিয়েছেন। তবে অপ্রয়োজনীয় কাজে সেই টাকা খরচ করে দিয়েছেন।’
সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।