Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপগঞ্জ থেকে অপহৃত শিশু দুর্গাপুরে উদ্ধার

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : দুর্গাপুর থানা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত অপহৃত ৬ মাসের শিশু লাইসাকে গতকাল বৃহস্পতিবার সকালে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হতদরিদ্র চাঁন মিয়ার মেয়ে নাসিমা বেগম (১৪) দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঁচপুর এলাকার বাচ্চু মেম্বারের বাড়িতে ভাড়া থেকে রাজ মিস্ত্রির যোগালী হিসেবে কাজ করে আসছিল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নাসিমা বেগম একটি ৬ মাসের কন্যা শিশুকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। গত বুধবার সকাল থেকে শিশুটির অনবরত কান্নাকাটির ফলে এলাকাবাসীর মনে শিশুটিকে নিয়ে সন্দেহ  দেখা দেয়। তারা বিষয়টি দুর্গাপুর থানা পুলিশকে খবর দেয়। দুর্গাপুর থানার এস আই মোঃ আসাদুজ্জামান বুধবার পাইকপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়িতে গিয়ে নাসিমা বেগমকে শিশুটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে উল্টাপাল্টা জবাব দেয়ায় তার মনে সন্দেহ আরো ঘনীভূত হয়। তিনি নাসিমা বেগম, তার মা সবুজা বেগম ও শিশুটিকে থানায় নিয়ে আসেন। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে নাসিমা স্বীকার করে, সে একজন পুরুষ লোকের প্ররোচনায় ও সহযোগিতায় কাঁচপুর এলাকার তার পাশের বাসার ভাড়াটিয়া রাসেল মিয়া ও রিনা বেগমের ৬ মাসের কন্যা শিশু লাইসাকে অপহরণ করে মঙ্গলবার রাত ১১টায় পাইকপাড়া নিজ বাড়িতে নিয়ে আসে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান হুমায়ুন কবির জানান, অপহণের বিষয়টি জানার পর রূপগঞ্জ থানায় যোগাযোগ করে শিশুটির পিতা রাসেল মিয়া ও মাতা রিনা বেগম রঞ্জুকে খবর দিয়ে এনে অপহৃত শিশুটিকে তাদের কোলে তুলে দেয়া হয়েছে এবং অপহরণকারী নাসিমা বেগমকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জ থেকে অপহৃত শিশু দুর্গাপুরে উদ্ধার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ