রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে : মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার মধ্য রাজাশন মহল্লা থেকে পুলিশ যুবকটির ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহত মো. সুজন মিয়া (২০) কুড়িগ্রাম জেলার উলিপুর থানা এলাকার মৃত ইসরাফ মিয়ার ছেলে। সে রাজাশন এলাকার এ্যামট্রারনেট গ্রুপের পোশাক কারখানার শ্রমিক। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, রাজাশন মহল্লায় সড়কের পাশে মজিবুর রহমানের বন্ধ মুদি দোকানের সামনে বারান্দায় আড়ার সাথে গলায় ব্যানারের কাপড় পেঁচানো অবস্থায় সুজনের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। একটি মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে স্ত্রী ময়না বিবির সাথে রাতে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।