Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান ও সাউদিয়া’র প্রথম হজ ফ্লাইট শুরু আজ

১ সেপ্টেম্বর পবিত্র হজ

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এরাবিয়ান এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট আজ সকালের জ্দ্দোর উদ্দেশ্যে ঢাকাত্যাগ করার কথা রয়েছে। সকাল ৮টায় বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-১০১১) ৪শ’১৮জন সরকারী হজযাত্রী নিয়ে ঢাকাত্যাগ করবে। এর আগে সকাল ৭টায় সাউদিয়া এয়ারলাইন্সে’র প্রথম হজ ফ্লাইট (এসভি-৮০৩) প্রায় চার শ’ ৮২জন বেসরকারী হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকাত্যাগ করবে। সাউদিয়ার আরো দু’টি হজ ফ্লাইট আজই ঢাকাত্যাগ করবে। বিমানের শেষ হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে আগামী ২৬ আগষ্ট সকাল ৯টা ৫ মিনিটে ছেড়ে যাবে। বিমানের এসব হজ ফ্লাইটের মধ্যে ৭৭টি ডেডিকেডেট এবং বাকি সব শিডিউল ফ্লাইট। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি ও সউদী-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রæপের চেয়ারম্যান বজলুল হক হারুন এমপি’ আজ সকালে হযরত শাহ জালাল (রহ.) আর্ন্তজাতিক বিমান বন্দরে উপস্থিত হয়ে বিমানের প্রথম হজযাত্রীদের স্বাগত জানাবেন এবং তাদের সাথে কুশল বিনিময় করে তাদের বিদায় জানাবেন। আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হবার কথা। ৬ সেপ্টেম্বর থেকে বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হবে এবং শেষ হবে ৫ অক্টোবর। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮জন হজযাত্রী হজ পালনের লক্ষ্যে সউদী আরবে যাবেন।
হজ ফ্লাইট যাতে খালি না যায় সে জন্য বিমান ও সাউদিয়া হজ টিকিট বুকিং-এর সময়েই ভাড়ার ৫০% অর্থ অগ্রিম জমা নিচ্ছে। এদিকে, মক্কায় গতকাল পর্যন্ত ৮১টি বেসরকারী হজ এজেন্সি তাদের হজযাত্রীদের মুয়াল্লেম ঠিক করতে পারেনি। গত বছরের ৫শ’ রিয়ালের মুয়াল্লেম সার্ভিস চার্জ এবার বাড়িয়ে জনপ্রতি ৭শ’ ২০ রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা’ প্রায় শেষ হয়ে গেছে। বাংলাদেশী হজ এজেন্সি’র মুনাজ্জেমরা ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেমের সাথে চুক্তিবদ্ধ হতে পারেনি। ফলে তারা মক্কা-মদিনায় বাড়ী ভাড়াসহ অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম শুরু করতে পারছেন না। সউদী ওজারাতুল হজ কর্তৃপক্ষ বলছেন, ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেম শেষ হয়ে গেছে এখন ১৫ শ’রিয়ালের মুয়াল্লেমের সাথে চুক্তিবদ্ধ হতে হবে। দ্রæত চুক্তি করা না হলে ১৫শ’ রিয়ালের সার্ভিস চার্জের মুয়াল্লেমও শেষ হয়ে যাবে। এনিয়ে বাংলাদেশী মুনাজ্জেমগণ চরম হতাশায় ভুগছেন। গতকাল রোববার মক্কা থেকে হাবে নেতা আলহাজ এডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের ইনকিলাবকে এতথ্য জানিয়েছেন। ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেমের কোটা শেষ হওয়ায় বাংলাদেশী মুনাজ্জেমরা বেকায়দায় পড়েছেন। ১৫শ’ রিয়ালের মুয়াল্লেমের সাথে চুক্তি করতে অনেকেই আর্থিকভাবে সক্ষম নন। তিনি ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেমের কোটা বৃদ্ধি করে বাংলাদেশী হজযাত্রীদের হজে যাওয়ার বিষয়টি নিশ্চিতকরণে সউদী হজ মন্ত্রী’ ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের আশু হস্তক্ষেপ কামান করেছেন। হাবের মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম জানান, যেসব হজ এজেন্সি’র মুনাজ্জেমরা মক্কায় মুয়াল্লেমের সাথে চুক্তি করতে পারেনি তাদের সংকট নিরসনের জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সউদী আরবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন। বিষয়টি দ্রæত সমাধানের জন্য হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতীকে আজ সাউদিয়ার প্রথম হজ ফ্লাইটে মক্কায় পাঠানো হচ্ছে। মাওলানা ইয়াকুব শরাফতী ইনকিলাবকে বলেন, প্রায় ৫ হাজার বাংলাদেশী হজযাত্রী’র মুয়াল্লেম এখনো ঠিক হয়নি। মক্কাস্থ মুয়াসসাসার দক্ষিণ এশিয় হাজী সেবা সংস্থার চেয়ারম্যান ড. রাফাত ইসমাইল বদরকে টেলিফোনে অনুরোধ জানিয়েছি ৭শ’ ২০ রিয়ালের মুয়াল্লেমের কোটা বৃদ্ধি করে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশী হজযাত্রীদের হজের সুযোগ দিতে। তিনি বলেন, আমি মক্কায় পৌছে বিষয়টি সুরাহার জন্য মুয়াসসাসার চেয়ারম্যানকে লিখিত আবেদন জানাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ