মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মেক্সিকোতে জুন মাসে সব মিলিয়ে হত্যার ঘটনা ঘটেছে ২ হাজার ২৩৪টি। মেক্সিকানদের জন্যে ২০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী মাসে পরিণত হয়েছে ২০১৭ সালের জুন মাস। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতার ভিত্তিক অনলাইন। খবরে বলা হয়, পর্যটকদের কাছে জনপ্রিয় রাজ্য বাজা ক্যালিফোর্নিয়া সার থেকে শুরু করে ভেরাক্রুজ শহর, এমনকি মেক্সিকো শহরেও ঘটেছে হত্যার ঘটনা। বিভিন্ন মাদক চক্রের মধ্যে সংঘর্ষেই হত্যার ঘটনা ঘটেছে সবচেয়ে বেশি। শুক্রবার প্রকাশিত এক সরকারী প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের প্রথম ৬ মাসে দেশজুড়ে খুন হয়েছে ১২ হাজার ১৫৫ জন। গত বছরের তুলনায় এ বছর হত্যার হার ৩১ শতাংশ কম। গত বছর একই সময়ে খুনের ঘটনা ঘটেছিলো ৯ হাজার ৩০০টি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।