মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উপসাগরীয় দেশ কাতার বিদ্যমান নীতি থেকে সরে না আসলে দেশটির সঙ্গে কোনও আলোচনায় রাজি নয় সংযুক্ত আরব আমিরাত। গত শনিবার কাতার ইস্যুতে তার দেশের এ অবস্থানের কথা জানান। আরব নিউজ এবং আল জাজিরার খবর থেকে আমিরাতের এই সর্বশেষ অবস্থান জানা গেছে। উল্লেখ্য, ৫ জুন জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে উপসাগরীয় কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সউদী নেতৃত্বাধীন ৪ দেশীয় জোট। আমিরাত ওই ৪ দেশের অন্যতম। কাতার শর্তগুলো না মানায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত শুক্রবার নিষেধাজ্ঞা শিথিল করার জন্য আলোচনার আহŸান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সংকট শুরুর পর দেয়া প্রথম ভাষণে তিনি বলেন, যেকোনও সমাধানই কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এই ভাষণের প্রতিক্রিয়ায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাতারের আমিরের সংলাপের আহŸানকে আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা দোহার নীতি পরিবর্তনের পরই শুধু সম্ভব। টুইটার পোস্টের মাধ্যমে নিজের দেশের অবস্থান জানিয়েছেন তিনি। পাশাপাশি কাতারের আমির শেখ তামিমের বক্তব্যে হতাশা ব্যক্ত করেন তিনি। তবে কাতারের আমিরের এ বক্তব্য থেকেই দেশটির নীতি পরিবর্তনের উদ্যোগ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আরব নিউজ, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।