Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন ইস্যুতে বিশ্বনেতৃবৃন্দের বৈঠকের আহ্বান ম্যাক্রোঁর

সহিংসতায় এখন পর্যন্ত ১০ হাজারের মতো মানুষ মারা গেছে

| প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় বসার জন্য রাশিয়া, জার্মানি ও ইউক্রেনের নেতাদের বৈঠকে বসবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এক বিবৃতিতে তিনি জানান, ইউক্রেনের পূর্বাঞ্চলের এই সহিংসতা থামাতে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে হবে। গত শনিবার ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদন থেকে এমনটা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে ইউক্রেনে শুরু সহিংসতায় এখন পর্যন্ত ১০ হাজারের মতো মানুষ মারা গেছেন। এজন্য রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। ২০১৫ সালের ফেব্রæয়ারিতে বেলারুসের রাজধানী মিনসকে একটি শান্তিচুক্তি হলেও সহিংসতা কমেনি। চলতি বছরের জুনের পোরোশেঙ্কোর সঙ্গে সাক্ষাত করেছিলেন ম্যাক্রোঁ। সে সময় ম্যাক্রোঁ বলেছিলেন মিনসক চুক্তিই ইউক্রেন সংকট সমাধানে সবচেয়ে ভালো উপায়। তবে ভিন্ন কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। ১৪ জুন তিনি বলেছিলেন, ২০১৫ চুক্তির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের হাত বেঁধে ফেলতে চায় না। প্রয়োজনে রাশিয়ার সঙ্গে আলাদা চুক্তি করতে পারে তারা। চলতি মাসেই রাশিয়া সফর করেছিলেন টিলারসন। সেসময় তিনি ইউক্রেনের সংকট নিয়ে আলোচনা করেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ