Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিজিও কবে ফিরবেন জানে না বিসিবি!

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রিকেট দলের ফিজিও অস্ট্রেলিয়ান থিহান চন্দ্রমোহন কবে ফিরবেন তা নিশ্চিত করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল থিহানকে। ওই সফর শেষে তাকে রেখে দেয় বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলের ফিজিও’র দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু ইংল্যান্ডের টুর্নামেন্টের শেষে থিহানের কোন খবর নেই। খোঁজ নিয়ে জানা গেছে. দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজাম উদ্দিন চৌধুরি বলেন, ‘ফিজিও নিজে অফিসিয়ালি আমাদের কিছু জানাননি। তবে আমরা জানতে পেরেছি তিনি দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে আছেন।’ অফিসিয়ালি না জানানো মানে এখনও বিসিবির সঙ্গে কোনও যোগাযোগ করেননি থিহান চন্দ্রমোহন। তাই তার ফেরার ব্যাপারেও কোনও কিছু সঠিকভাবে বলতে পারেননি নিজামউদ্দিন। ফিজিও কবে ফিরবেন তা না জানার বিষয়টিকে আড়ালে করে বিসিবি প্রধান নির্বাহী বুঝাতে চাইলেন, ফিজিও না থাকলেও খুব একটা সমস্যা হচ্ছে না জাতীয় দলের। স্থানীয় ফিজিওরা ঠিকই কাজ চালিয়ে রিচ্ছেন। নিজামউদ্দিনের কথা, ‘বিসিবির ফিজিও এবং ডাক্তাররা আছেন। তারা জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। তারাই আপাতত ছেলেদের দেখভাল করছেন। আমরা থিহানের সুস্থতার জন্য অপেক্ষা করছি। আশা করছি সুস্থ হয়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ