Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সামার অ্যাথলেটিক্সের সেরা সেনাবাহিনী

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ১৩তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় সেরার খেতাব জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতা শেষ হয়। আসরে সেনাবাহিনী ১৮ স্বর্ণ, ১৭ রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক জিতে চ্যাম্পিয়ন হয়। ১২স্বর্ণ, ১১ রৌপ্য ও ১০ ব্রোঞ্জসহ ৩৩টি পদক পেয়ে রানার্সআপ হয় নৌবাহিনী। আর ৪ স্বর্ণ, ৩ রৌপ্য ও ৪ ব্রোঞ্জসহ ১১টি পদক জয় করে তৃতীয়স্থান পায় বাংলাদেশ জেল। প্রতিযোগিতার পুরুষ বিভাগে সেরা অ্যাথলেট নির্বাচিত হন সেনাবাহিনীর আল-আমিন। তিনি ১৫০০ ও ৫০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জপদক জিতে নেন। আর ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক এবং ৪০০ মিটার দৌড়ে রৌপ্যপদক জিতে সেরা মহিলা অ্যাথলেটের পুরস্কার পান সেনাবাহিনীর সুমি আক্তার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ