Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় বিভাগ কাবাডি ফাইনাল আগামীকাল

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় চলমান দ্বিতীয় বিভাগ কাবাডি লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল। ঢাকা কাবাডি স্টেডিয়ামে বিকাল চারটায় অনুষ্ঠেয় ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ একেএম শহীদুল হক। এসময় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। এর আগে ঢাকা কাবাডি স্টেডিয়ামে লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ডিএমডি ক্লাব ৩০-১৪ পয়েন্টে আইডিয়াল ক্রীড়া চক্রকে হারায়। দ্বিতীয় খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ২৩-১৯ পয়েন্টের জয় পায় গৌরিপুর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। তৃতীয় খেলায় কুমিল্লা স্পোর্টিং ক্লাব ৪৪-৩৬ পয়েন্টে গৌরিপুর স্পোর্টিং ক্লাবকে এবং শেষ ম্যাচে ডিএমপি ক্লাব ৫৯-১৮ পয়েন্টে নারায়নগঞ্জ ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে ওঠে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ