Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে শীর্ষে নিতে চান সরফরাজ

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের তিন সংস্করনেই পাকিস্তানকে র‌্যাংকিংয়ের শীর্ষে তোলার অভিব্যক্তি প্রকাশ করেছেন অধিনায়ক সরফরাজ আহমেদ।
সম্প্রতি টেস্ট অধিনায়কত্ব পাওয়া সরফরাজ এখন ক্রিকেটের তিন ভার্সনেই পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন। এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপের পর শহিদ আফ্রিদি পদত্যাগ করলে সংক্ষিপ্ত ভার্সনের নেতৃত্বের ভার পড়ে তার ওপর। এ বছর ফেব্রæয়ারিতে আজহার আলীর পদত্যাগের পর ওয়ানডে অধিনায়ক হিসেবে মনোনীত হন তিনি। গত মে মাসে পাকিস্তান দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর মিসবাহ উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলে টেস্টেও নেতৃত্বে আসেন সরফরাজ।
ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানের ঐতিহাসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠানের দেয়া সংবর্ধনায় তিনি বলেন, ‘ভবিষ্যতেও বিভিন্ন ইভেন্টে জয়ী হয়ে জাতির আশা পূরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তিন ফর্মেটেই পাকিস্তানকে এক নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চেয়ারম্যান নাজাম শেঠি সরফরাজের প্রশংসা করে বলেন, অধিনায়ক প্রমাণ করেছে যে সে সামনে থেকে দলের নেতৃত্ব দিতে পারে। এটা খুবই আনন্দের যে দীর্ঘ সময় পর পাকিস্তান দল ভাল করতে শুরু করেছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ