Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছিলেন এটর্নি জেনারেল

| প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্পের প্রচারণা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলায়েকের সঙ্গে আলোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল জেফ সেশন্স। তিনি এ বিষয়টি অস্বীকার করলেও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের রিপোর্টে তাই-ই বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৬ সালে বর্তমানের এটর্নি জেনারেল জেফ সেশন্সের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে রাশিয়ায় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছিলেন কিসলায়েক। তাতে তিনি বলেছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও অন্যান্য ইস্যুতে তাদের আলোচনা হয়েছে। ওয়াশিংটন পোস্টকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য গার্ডিয়ান। ওই রিপোর্টে বলা হয়েছে, এর আগে এটর্নি জেনারেল নিশ্চয়তা দিয়েছিলেন যে, নির্বাচনী প্রচারণা নিয়ে তাদের মধ্যে কোনোই আলোচনা হয় নি। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে তার বিপরীত। এতে বলা হচ্ছে, জেফ সেশন্সের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিষয়ে ও উল্লেখযোগ্য ইস্যুতে দু’দফা বৈঠক হয়েছে সের্গেই কিসলায়েকের। এ বিষয়টি কিসলায়েক মস্কোতে জানিয়েছেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এরই মধ্যে জেফ সেশন্সের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স¤প্রতি টুইটে বলেছেন, জেফ সেশন্স তার মতের বিরুদ্ধে যাবেন এটা আগে জানলে তাকে তিনি এটর্নি জেনারেল পদে নিয়োগ দিতেন না। এতে তিনি আরো চাপে পড়বেন। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ