নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : রোমেলু লুকাকু এবং মার্কাস রাশফোর্ডের গোলে নগর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গেলপরশু রাতে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মৌসুম পূর্ব ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশীপে পরস্পরের মুখোমুখি হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লীগের এই দুই জায়ান্ট ক্লাব। ম্যাচে ইউনাইটেডের হয়ে দ্বিতীয় ম্যাচে অংশ নিয়ে নিজের দ্বিতীয় গোলটি আদায় করেন রেকর্ড অর্থে দলবদলের মাধ্যমে এভারটন থেকে ইউনাইটেডে যোগ দেয়া বেলজিয়ান তারকা লুকাকু। এদিন রাশফোর্ডও ইউনাইটেডের হয়ে প্রশংসনীয় পারফর্মেন্স অব্যাহত রাখেন। যুক্তরাষ্ট্র সফরে মৌসুম পূর্ব তিনটি ম্যাচ থেকে তিন গোল আদায় করেছেন এই উদীয়মান টিনএজ তারকা।
ম্যাচের ৩৭তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে লীড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবার দূরপাল্লার একটি শটের বলে একেবারেই সিটির গোলবারের সামনে গিয়ে পড়লে সেটি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেন সিটি গোলরক্ষক এডারসন। তবে এর আগেই গোললাইন থেকে বলটি জালে জড়িয়ে দেন লুকাকু (১-০)। দুই মিনিট পরেই একটি প্রতিআক্রমণ থেকে ব্যবধান দ্বিগুন করে ইউনাইটেড। ম্যাখিথারিয়ানের যোগান থেকে বল নিয়ে এবার নিচু শটে সিটিজেনদের জালে জড়িয়ে দেন টিনএজ ইংল্যান্ড স্ট্রাইকার রাসফোর্ড (২-০)। ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারা অব্যাহত রেখেছিল ইউনাইটেড। ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল পাবার দারুণ একটি সুযোগও সৃষ্টি করেছিলেন লুকাকু। তাবে তার নেয়া বাঁকানো শটের বলটি বারে লেগে দিক পরিবর্তন করে। এই অর্ধে অবশ্য দুই দলের কোচই পরখ করে নেয়ার জন্য বেশ ক’জন খেলোয়াড়কে বদলী করেন।
এটি ছিল বিদেশের মাটিতে প্রথম কোন ম্যানচেস্টার ডার্বি। গত ২২ মে ম্যানচেস্টারে অনুষ্ঠিত একটি কনসার্টে সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণে ম্যাচের শুরুতে সম্মান প্রদর্শন করে প্রতিদ্ব›দ্বী ক্লাব দু’টি। খেলা শেষে ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলেন, ‘এটি ছিল খুবই ভাল একটি অনুশীলন সেশন। প্রথমার্ধে আমরা খুবই ভাল খেলেছি। খেলার মধ্যে দারুণ গভীরতা ছিল। এ জন্য ছেলেরা কিছুটা ক্লান্ত হয়ে পড়ে। আমি সত্যি সন্তুষ্ট। আমি নিশ্চিত পেপ ও (গার্দিওলা) একই অবস্থায় আছেন। যদিও এই ফলাফল গুরুত্বপূর্ণ কিছু নয়।’ সিটি কোচ পেপ গার্দিওলাও এই পরাজয়কে খুব একটা আমলে নেননি। বরং মুগ্ধ হয়েছেন ১৭ বছর বয়সী টিন এজার ফিল ফোডেনের পারফর্মেন্সে। ক্লাবের যুব দল থেকে তাকে মুল দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি কোচ বলেন, ‘আমি নির্বাক হয়ে গেছি। দীর্ঘ সময় পর আমি এমন একটি পারফর্মেন্স দেখলাম।’
এ সময় ডিফেন্ডার আলেকজান্ডর কোলারভের সিটি ছেড়ে যাবার বিষয়টিও নিশ্চিত করেন পেপ গার্দিওলা। তার সম্ভাব্য গন্তব্যস্থল হতে পারে রোমা। গার্দিওলা বলেন,‘ যারা ক্লাবে থাকতে চায় না তাদের নিয়ে কাজ করার কোন আগ্রহ আমার নেই। রোমায় যাবার একটি দারুন সুযোগ সে পেয়েছে। সে নিজেও বলেছে ক্লাব ছেড়ে দিতে চায়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।