Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


রুমু, চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইউইসি)। গতকাল সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলে সাদার্ন বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ ৩০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা ও ট্রফি তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দী। বৃষ্টি¯œাত দু’দলের মধ্যকার এই ম্যাচটি দেখতে প্রচুর দর্শক সমাগম হয়।
ফরোয়ার্ড আব্দুল্লাহ ইব্রাহিমের দেয়া চমৎকার গোলে ২২ মিনিটে এগিয়ে যায় আইআইউইসি (১-০)। ম্যাচের ২৯ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আইআইইউসি। সাদার্নের পেনাল্টি বক্সের সামনে জটলায় বল পেয়েও আইআইইউসির ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি। মধ্য বিরতির পর ম্যাচের ৩৭ মিনিটে আবারও এগিয়ে যায় আইআইইউসি (২-০)। এবারও গোলদাতা সেই আব্দুল্লাহ ইব্রাহিম। এরপর ম্যাচের ৬৬ মিনিটে একটি গোল পরিশোধ করতে সমর্থ হয় সাদার্ন (২-১)। আইআইইউসির ডি-বক্সে সাদার্নের ফরোয়ার্ড সোহাগ খানকে ফাউল করেন আবুল কাশেম প্রণয়। রেফারি ফরহাদ হোসেন চৌধুরী পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করেন সাদার্নের আশিক বড়–য়া। দু’মিনিট পর পাল্টা আক্রমণ থেকে শামসুদ্দিন একক প্রচেষ্টায় ডানপ্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে মাইনাস করেন। তাতে পা লাগাতে ভুল করেননি আইআইইউসির মিডফিল্ডার আবুল কাশেম প্রণয় (৩-১)। তাই হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয় সাদার্নকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ