Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার মাস পর স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রায় চার মাস পর বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আয়োজন করেছে স্বাধীনতা দিবস ব্যাডমিন্টন প্রতিযোগিতার। গতকাল ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের জিমন্যাসিয়াম সকাল ৯টা থেকে শুরু হয় দিনব্যাপী এ প্রতিযোগিতা। এতে ঢাকা জেলার স্থানীয় পর্যায়ের ৪০ জন শাটলার নেন।
প্রতিযোগিতার একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন হয়ে ডাবল ক্রাউন লাভ করেন সিনথিয়া ফাহারিয়া। এককের ফাইনালে সিনথিয়া ৩০-২৬ পয়েন্টে আদৃতা সাহা শ্রয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। দ্বৈতে তিন মরিয়ম আক্তার সুইটির সঙ্গে জুটি বেধে ৩০-২২ পয়েন্টে সানজিদা তামান্না ঐশী ও জাহিন বিনতে রেজা জুটিকে হারিয়ে সেরার খেতাব জিতেন। বিকালে প্রতিযোগিতার ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আসাদুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ