নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ট্রিপলেট!
দুই ভাইয়ের একসঙ্গে খেলতে নামার সাক্ষী ক্রিকেট কম হয়নি। এদের মধ্যে যমজ দুই ভাইও দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার ওয়াহ ভ্রাতৃদ্বয়ের গল্প তো সবারই জানা। তবে একইসাথে তিন যমজ ভাই খেলতে নেমে গড়েছে নতুন ইতিহাস। সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডসের ম্যাচে মাঠে নেমেছেন ২০ বছর বয়সী তিন ভাই সিকান্দার জুলফিকার, সাকিব জুলফিকার ও আসাদ জুলফিকার। ক্রিকেট ইতিহাসে যা প্রথম। যদিও ম্যাচটিতে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তিন ভাইকে।
সিকান্দার জুলফিকার এর আগেও নেদারল্যান্ডসের জার্সি গায়ে মাঠে নেমেছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে সাকিব জুলফিকার ও আসাদ জুলফিকারের। তাদের বাবা জুলফিকার আহমেদও খেলেছেন নেদারল্যান্ডসের হয়ে। এমনকি ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেদারল্যান্ডসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।