মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সন্ত্রাস দমন আইনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে কাতার সরকার। দোহা ও তাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে চরম সংকটের ক্ষেত্রে বিতর্কিত বিষয়গুলোর এটি ছিল অন্যতম। কাতারের বিরুদ্ধে চার আরব দেশের অভিযোগ হচ্ছে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে সহযোগিতা করছে। গত বৃহস্পতিবার কাতার এ ঘোষণা দেয়। শেখ তামিম বিন হামাদ আল সানির ফরমানে ব্যক্তিবর্গ ও সন্ত্রাসী সংগঠনের তালিকা প্রণয়ন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়। এতে সন্ত্রাসী, সন্ত্রাস-সংশ্লিষ্ট অপরাধ, সন্ত্রাসী সংস্থা এবং সন্ত্রাসী কর্মকাÐে আর্থিক সহযোগিতার বিষয় সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। সন্ত্রাসবাদমূলক কর্মকাÐে অর্থ যোগান বন্ধে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দেয়া হলো। উল্লেখ্য, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর গত ৫ জুন থেকে কাতারকে বয়কট করে আসছে। তারা স্থল সীমান্ত বন্ধসহ দোহার বিরুদ্ধে অবরোধ আরোপ করে তাদের আকাশসীমায় কাতারের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং কাতার থেকে তাদের নাগরিকদের দেশে ফিরে আসার নির্দেশ দেয়া হয়। এ অঞ্চলের সবচেয়ে গুরুতর এ রাজনৈতিক সংকট নিরসনে এ চার আরব দেশ কাতারের কাছে ১৩ দফা দাবির একটি তালিক পেশ করে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।