Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে অবিলম্বে সরানোর দাবি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটিতে বিরাজমান সংকটের রাজনৈতিক সমাধান চায় বলেও ঘোষণা করেছে ওয়াশিংটন। এ বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী উপদেষ্টা টম বোসার্ট । আসাদ বিরোধী সশস্ত্র লড়াইয়ে জড়িত দেশটির কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধ করার সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসন নিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পরই এ মন্তব্য করেন বোসার্ট। তিনি বলেন, সিরিয়ার সংকট রাজনৈতিক ভাবে সমাধান করা প্রয়োজন, সামরিক ভাবে নয়। নেতৃত্বের শূন্যতা পূরণে সামরিক ভাবে গৃহীত ব্যবস্থায় কোনো রাজনৈতিক কৌশল থাকে না বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আসাদকে প্রথমেই ক্ষমতা থেকে সরে দাঁড়াতেই দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে আসাদকে সরে দাঁড়াতে হবে বলে বক্তব্য দিতে শুরু করেছিল। আসাদকে উৎখাতের জন্য সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে বলে বহু বছর ধরে অভিযোগ করছে দামেস্ক। সিএনএন,পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ