মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সিনেট কমিটিতে শুনানির মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র, জামাতা জারেড কুশনার ও সাবেক প্রচার ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট। রাশিয়ার হস্তেক্ষেপের বিষয়টি খতিয়ে দেখতে কাজ করে যাওয়া দু’টি কমিটিতে আগামী সপ্তাহে এ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি ছাড়াও গতবছর রাশিয়ার আইনজীবীর সঙ্গে বৈঠকের ব্যাপারেও তিনজনকে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা তিনজনই গত বছর জুনে নিউ ইয়র্কে রুশ আইনজীবী নাতালিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন। নির্বাচনী প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ক্ষতিকর তথ্য থাকার প্রতিশ্রæতি পাওয়ার পর ওই বৈঠক হয়েছিল।প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ইমেইল প্রকাশ করে বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে সেই বৈঠকে হিলারি সম্পর্কে কোনও তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছেন। ওই বৈঠকগুলোই এখন পর্যন্ত ট্রাম্পের প্রচার শিবিরের সহযোগীদের সঙ্গে রাশিয়ার কর্মকর্তাদের আলাপচারিতার অ-কূটনৈতিক প্রমাণ।এপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।