মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে কুয়েত সিটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও ১৪জন কূটনীতিককে বহিষ্কার করেছে কুয়েত। গত বৃহস্পতিবার কুয়েতের সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এ বহিষ্কারের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের আরও অবনতি ঘটলো। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রদূত ও কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি ইরাকের সাংস্কৃতিক ও সামরিক মিশন বন্ধ করার নির্দেশ দিয়েছে। আদালতের একটি মামলার জের ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটছে। ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, কুয়েত ইরানি দূতাবাসের ১৯জন কর্মকর্তার মধ্যে মাত্র ৪জনকে থাকার অনুমতি দিয়েছে। ৪৫ দিনের মধ্যে কুয়েত ছেড়ে যেতে বলা হয়েছে ইরানি কূটনীতিকদের। রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘটনাটি কুয়েতের জন্য বিরল ঘটনা। মধ্যপ্রাচ্যের এই দেশটি অঞ্চলটিতে সংঘাত ও বিরোধ এড়িয়ে চলে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে কুয়েতের আমির কূটনৈতিক সমাধানে মধ্যস্থতা করে থাকেন। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।