মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক: মার্কিন নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম ছয় মাসের হঠকারী কর্মকাÐ পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ২০১৬ সালের ভোটারদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, ট্রাম্পকে ভোট দেয়া প্রতি আটজনের একজন নাগরিক এখন যদি আবার সুযোগ পেতেন তাহলে ট্রাম্পকে ভোট দিতেন না। তবে গত বছর ৮ নভেম্বর ট্রাম্পকে ভোট দেয়া অধিকাংশ নাগরিকই তাকে পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দেখার প্রত্যাশা করেছেন।
তার সমর্থক হ্রাস পাওয়ার বিষয়টিকে শ্বেতাঙ্গ নাগরিকরা প্রেসিডেন্টের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। অন্যদিকে নির্বাচনে সামান্য ব্যবধানে হোয়াইট হাউজ বিজয়ী ট্রাম্প তার প্রত্যেক সমর্থককে পাশে চান। ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার প্রত্যাশায় এবং বিভক্ত কংগ্রেসের মধ্য দিয়ে তার কর্মসূচি বাস্তবায়নে ট্রাম্পের কাছে প্রত্যেক সমর্থকই মূল্যবান।
চলতি বছরের মে মাসে প্রথমবার ও পুনরায় জুলাইয়ে পরিচালিত এ জরিপে এমন তথ্য উঠে এসেছে। ভোটাররা রয়টার্স/ইপসসকে নির্বাচনের দিন কীভাবে তাদের ভোটাধিকারে প্রয়োগ করেছিলেন, সে সম্পর্কে বিস্তারিত বলেছেন। জরিপের সময় তাদের অনেকেই দেখিয়েছেন সুযোগ পেলে তারা কীভাবে তাদের ভোটটি পরিবর্তন করতেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।