Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গো-রক্ষকরা সক্রিয় পশ্চিমবঙ্গেও

| প্রকাশের সময় : ২২ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিতর্ক গোরক্ষকদের তাÐব নিয়ে। আর তাতে নাম জড়াল পশ্চিমবঙ্গেরও। রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে রীতিমতো টেবিল চাপড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হংসরাজ আহির দাবি করেন, গুজরাট, হরিয়ানার মতো পশ্চিমবঙ্গেও সক্রিয় গো-রক্ষকরা। কিন্তু রাজ্য রিপোর্ট পাঠাচ্ছে না। যা শুনেই প্রতিবাদ জানান তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। পাল্টা আক্রমণে বলেন, কেন্দ্র ভুল তথ্য দিচ্ছে। পশ্চিমবঙ্গে এমন কোনও ঘটনা ঘটেনি। শাসক দলকে আক্রমণ করতে ছাড়েননি আর এক তৃণমূল এমপি ডেরেক ও’ব্রায়েন। সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে বলতে গিয়ে বসিরহাটে অশান্তির পিছনে বিজেপির হাত ছিল বলে অভিযোগ আনেন ডেরেক। আপত্তি জানান মন্ত্রী বাবুল সুপ্রিয়। বাদানুবাদে জড়িয়ে পড়েন দু’জনে। দাদরি থেকে উনা- গো-রক্ষকের অতিসক্রিয়তায় অস্বস্তিতে রয়েছে বিজেপি নেতৃত্ব। একাধিক বার মুখ খুলতে হয়েছে প্রধানমন্ত্রীকেও। কিন্তু তাতেও কাজ না হওয়ায় গতকাল প্রশ্নোত্তর পর্বে সমাজবাদী পার্টির নরেশ অগ্রবাল গোরক্ষকদের উৎপাত বন্ধে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি বৈঠকের দাবি করেন। যা খারিজ করে আহির জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সর্বদল বৈঠকে এ নিয়ে বার্তা দিয়েছেন। তা ছাড়া আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। মন্ত্রী বলেন, হরিয়ানা বা ঝাড়খÐ যেখানে এমন ঘটনা হয়েছে, সেখানে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ