Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামের নামে সন্ত্রাসবাদকে রুখে দিন- খালিদ মাহমুদ চৌধুরী

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : শান্তি ও কল্যাণের ধর্ম ইসলামকে ব্যবহার করে কেউ সন্ত্রাস ও জঙ্গিবাদ করলে তাদের রুখে দেয়ার আহŸান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। আওয়ামী লীগ সরকার শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় দেশ পরিচালনা করছে।
গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ কামিল মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ বলেন, একটি শ্রেণি ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসাবাদ প্রতিষ্ঠা করতে চায়। তাদের রুখে দিতে হবে। ইসলাম কল্যাণের ধর্ম, শান্তির ধর্ম। মহানবী শান্তি ও কল্যাণের জন্যই ইসলাম প্রচার করেছেন। বিন লাদেনকে ইসলামের নামে সামনে আনা যাবেনা। আল বেরুনির মত বিদগ্ধ লোকজনও ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন। এসময় তিনি শিক্ষাখাতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
বিএনপির জ্বালাও-পোড়াও কর্মসূচির কথা তুলে ধরে খালিদ মাহমুদ বলেন, নির্বিচারে নিরপরাধ মানুষ হত্যা ইসলাম সমর্থন করেনা। ইসলাম মানব ধর্ম। অথচ বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে শত শত মানুষ হত্যা করেছে। যানবাহন ভাঙ্চুর করেছে। সরকারি সম্পদ নষ্ট করেছে। এভাবে সম্পদ বিনষ্ট করাও ইসলামের পরিপন্থী। তিনি শিক্ষার্থীদের মানবিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহŸান জানান। পরে খালিদ মাহমুদ চৌধুরী শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ম্যানেজিং কমিটির সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাব্রত কর্মকার, মাদ্রাসার অধ্যক্ষ রুস্তম আলী, সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুর আলম প্রমুখ। পরে আরেক অনুষ্ঠানে বোচাগঞ্জ উপজেলার ১১টি পাকা রাস্তার উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ