Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াল ছেড়ে চেলসিতে মোরাতা

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস ডেস্ক : কোন সন্দেহ নেই রিয়ালের নিজস্ব একাডেমির বর্তমানের সেরা আবিষ্কার তিনি। তারও ইচ্ছা ছিল রিয়াল মাদ্রিদের হয়েই ফুটবল ক্যারিয়ারটা শেষ করার। রিয়ালও চেয়েছিল তাদের অন্যতম সেরা স্ট্রাইকারকে ধরে রাখার। কিন্তু কারো ইচ্ছেই শেষ পর্যন্ত পূরণ হলো না। প্রিয় বার্নাব্যু ছেড়ে স্ট্যামফোর্ড ব্রিজের দল চেলসিতে নাম লিখিয়েছেন আলভারো মোরাতা। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলে যোগ দিতে পেরেও নিজের খুশির কথা জানিয়েছেন ২০ বছর বয়সী তরুণ এই স্প্যানিশ।

আরো একটি মোদ্দা কারণ হলেন, কোচ অ্যান্তেনিও কোন্তে। গেল মৌসুম রিয়ালে কাটানোর আগে দুই বছর কোন্তের অধীনে জুভেন্টাসে খেলেছেন মোরাতা। তখন থেকেই কোন্তের সাথে আবারো জুটি বাঁধার একটা ইচ্ছে তার ছিল। কোন্তেরও নাকি তার উপর অগাধ আস্থা। রিয়ালের মত ক্লাব ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার এটাও বড় কারণ। মোরাতা নিজেই জানিয়েছেন এমনটা, ‘কারণ এটা (চেলসি) সেরা একটা ক্লাব। অ্যান্তোনিও কোন্তেও বিশ্বের অন্যতম সেরা একজন কোচ এবং আমি খুশি তার সাথে কাজ করার সুযোগ পাওয়ায়।’
জিনেদিন জিদানকেও সেরা কোচ হিসেবে মানেন মোরাতা। তা সত্তে¡ও তিনি চেলসিকে বেছে নিলেন যুক্তিসংগত আরো অনেক কারণে। আসন্ন মৌসুম শেষেই শুরু বিশ্বকাপের মহারণ। যার জন্য নিজেকে প্রস্তুত করতে নিয়মিত ম্যাচ খেলাটা আবশ্যক। নিজের ফর্ম যতই ভালো থাকুক না কেন রোনালদো-বেল-বেনজেমাকে ছাপিয়ে কোনভাবেই যে রিয়ালের মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। আসছে মৌসুমেও যে পাবেন তারও কোন নিশ্চয়তা নেই। সবকিছু জেনেই হয়তো এই প্রস্থান। যদিও দলে অনিয়মিত হয়েও রোনালদোর পর রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (২০টি) কিন্তু মোরাতাই। গেল মৌসুমে রিয়ালের লা লিগা জয়ে তার অবদান ছিল আকাশচুম্বি। অনেক ম্যাচেই জিদানের কপালের ভাজ দুর করেন তিনি একাই।
‘সবচেয়ে বড় বিষয় হলো আমি এখানে এসেছি চেলসির হয়ে খেলতে।’ বলেন মোরাতা। লস এঞ্জেলসে অনুশীলনরত রিয়াল গুরু জিদান, সতীর্থ বেল-বেনজেমাদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়ে গতকালই লন্ডনে পৌঁছেছেন। যাওয়ার আগে রিয়ালের ওয়েবসাইটে মোরাতা বলেন, ‘সবকিছুর জন্যই ধন্যবাদ। এখানে আবারো শিরোপা জেতাটা ছিল অসাধারণ। আশা করি, আমার দলের বিপক্ষে ছাড়া মাদ্রিদ সবসময় জিতবে।’
এখনো অবশ্য চুক্তি সাক্ষর সম্পন্ন হয়নি। তবে আনুষ্ঠানিকভাবে দু পক্ষই বিষয়টা নিশ্চিত করেছে। বিভিন্ন গনমাধ্যমের খবর অনুযায়ী ক্লাব রেকর্ড ৭০.৬ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিচ্ছেন তিনি। চুক্তির মেয়াদ ৫ বছর, সাপ্তাহিক বেতন ১ লাখ ৫৫ হাজার পাউন্ড। সেক্ষেত্রে ক্লাবের ইতিহাসে তো বটেই স্প্যানিশ হিসেবেও সবচেয়ে খরুচে ফুটবলারের তকমা গায়ে মাখতে যাচ্ছেন মোরাতা। এর আগে ২০১১ সালে আরেক স্প্যানিশ স্ট্রাইকার ফার্নান্ডো তোরেসকে ক্লাব রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল চেলসি।
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডেরও নজরে ছিলেন মোরাতা। কিন্তু বেলজিয়ান স্ট্রাইকার লুকাকুকে দলে নেয়ায় মোরাতার উপর থেকে নজর সরিয়ে নেন হোসে মরিনহো। এসি মিলানও চাইছিল তাকে দলে নিতে। কিন্তু মোরাতার ইচ্ছে কোন্তোর সন্নিধ্যে থাকার।
মোরাতা পাড়ি দিয়েছেন চেলসিতে, ওদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোও নেই প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে। একজন স্ট্রাইকার কম নিয়েই তাই যুক্তরাষ্ট্রে খেলতে হবে রিয়ালকে। এদিকে মোরাতার আগমনে আরেক স্প্যানিশ স্ট্রাইকার ডিয়াগো কস্তাকে ছেড়ে দিতে পারে চেলসি। প্রাক মৌসুমের অনুশীলনেই নেই ২৮ বছর বয়সী কস্তা। এক্ষেত্রে তিনি সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ফিরতে পারেন বলে গুঞ্জন।
রিয়ালের হয়ে দুটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ আটটি শিরোপা জিতেছেন মোরাতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ