Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওপেনিংয়ে ফিরছে তামিম-ইমরুল জুটি

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : গত দুই মৌসুমে খেলা ওপেনার ইমরুল কায়েসকে নিয়ে দোটানায় পড়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা তাদের বিপিএল দলে কায়েসকে রেখে দিতে চাইলেও গুঞ্জন উঠেছিল এবার আইকন ক্রিকেটারের ভূমিকায় দেখা যেতে পারে কায়েসকে। যারফলে জাতীয় দলের বাহাতি এ ব্যাটসম্যানের কুমিল্লার হয়ে বিপিএলের পঞ্চম আসরে খেলার সম্ভাবনা ক্ষীণ হয়ে ওঠার সম্ভাবনা জেগেছিল। অবশেষে দোটানা থেকে বেরিয়ে এসে এর সমাধান পেল বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই থাকছেন ইমরুল কায়েস বলে নিশ্চিত করেছে দলটি।
আসন্ন বিপিএলে কুমিল্লার হয়ে ফ্র্যাঞ্চাইজিটির নতুন আইকন ক্রিকেটার তামিম ইকবালের সাথে ইমরুল কায়েসকে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে বলা হয়, ‘বিপিএল মাতাতে আইকন খেলোয়ার তামিম ইকবালের সাথে ওপেনিং এ জুটি বাঁধবেন ২০১৫ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রকারী ‘ইমরুল কায়েস’।’
এছাড়া বিপিএল এর এবারের আসরে কুমিল্লার হয়ে রিটেনশন খেলায়ার হিসাবে খেলবেন ইমরুল ছাড়াও খেলবেন লিটন দাস, ও মোহাম্মদ সাইফউদ্দিন। পরে এ নিয়ে ভক্তদের উদ্দেশ্য করে নিজেদের সত্যায়িত করা ফেসবুক পাতায়ও একটি ঘোষণা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এসময় গত মৌসুমের তিন প্রতিভাবান মুখকে আগামী বিপিএলের জন্য দলে পেয়ে আনন্দ প্রকাশ করার সাথে শিরোপা পুনরুদ্ধারের কাজে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আরো বলা হয়, ‘দেশসেরা এই তিন খেলোয়ারকে পেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আনন্দিত। এখন শুধুই শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষা। চল সবাঁই আরও একবার উইন অর উইন ¯েøাগানে ইমরুল কায়েস সহ সবাইকে বরণ করি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ