নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি এবং চেলসি, দুই ক্লাবই হামলে পড়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান রাইট ব্যাক ড্যানিলোর উপর। পেপ গার্দিওলা তাকে দলে নিতে চান ফুল ব্যাক অথবা ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাব পূরণের জন্য। আর অ্যান্তোনিও কোন্তে লক্ষ্য দলের সম্ভব্য দুর্বল জায়গাটা তাকে দিয়ে পূরণ করা।
এদিকে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো সিটিতেই থাকছেন বলে নিশ্চিত করেছেন সাবেক বার্সেলোনা কোচ গার্দিওলা, ‘সে আমাদের খেলোয়াড় এবং সে এখানেই থাকছে।’ একইসাথে তিনি এবারের দলবদলের বাজারে তিন থেকে চারজন নতুন খেলোয়াড় দলভুক্ত করার সম্ভাবনা সম্পর্কেও ইঙ্গিত দিয়েছেন।
রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ডানিলো ও মোনাকোর বঞ্জামিন মেন্ডির প্রতি আগ্রহের বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন গার্দিওলা। কিন্তু চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় তিনি বিস্তারিত কিছু বলতে রাজী হননি। এদিকে অফ ফর্মে থাকা নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহেনাচোকে ছেড়ে দেবার পরিকল্পনা করছে সিটি। ইতোমধ্যেই সাবেক চ্যাম্পিয়ন লিস্টার সিটিতে তার যোগ দেবার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে।
সিটি ম্যানেজার অবশ্য স্বীকার করেছেন দলবদবল বাজার নিয়ে অনিশ্চয়তার কারণে তার দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলছে। আজই হয়ে যাবে এর বড় প্রমাণ। যুক্তরাষ্ট্রে এক প্রীতি ম্যাচে তার দল মুখোমুখি হবে নগর প্রতিদ্ব›দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।