Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ থেকে সামার অ্যাথলেটিক্স

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তিন বছর পর আজ শুরু হচ্ছে সামার অ্যাথটিক্স প্রতিযোগিতার ১৩তম আসর। সর্বশেষ ২০১৪ সালে ট্রাকে গড়িয়েছিল এ প্রতিযোগিতা। জাতীয় ও জুনিয়র মিটের মাঝামাঝি প্রচন্ড গরমের মধ্যে এ আসরের আয়োজন। দু’দিন ব্যাপী এবারের সামার অ্যাথলেটিক্সে পুরুষ ও মহিলা দুই গ্রæপে ৩৬টি ইভেন্টে পদকের লড়াই হবে। এর মধ্যে পুরুষদের ২২ও মহিলাদের ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের অ্যাফিলিয়েটেড সব জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল মিলিয়ে প্রায় ৬০০ অ্যাথলেট এ আসরে অংশ নিতে পারে বলে আশাবাদী ফেডারেশন। যদিও গতকাল বিকেল পর্যন্ত ৩৩ দলের ৪২৯ জন নাম নিবন্ধন করান। আজ সকালে বঙ্গবন্ধু জাতীয স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্ধোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এবারের সামার মিটের বাজেট নির্ধারণ হয়েছে প্রায় সাড়ে সাত লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক এনআরবি কমার্শিয়াল ব্যাংক দেবে পাঁচ লাখ টাকা। বাকি টাকা ফেডারেশনের তহবিল থেকে খরচ করা হবে। যদিও প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য কোন অর্থ পুরস্কার থাকছে না। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলেেন এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। এসময় ফেডাশেনের সভাপতি এএসএম আলী কবির উপস্থিত ছিলেন। বছরের পর বছর ইলেকট্রনিক বোর্ড অচল থাকায় এবারও হ্যান্ড টাইামিংয়েই অ্যাথলেটদের ফলাফল নির্ধারণ হবে। যদিও ফেডারেশনের সভাপতি আশ্বাস দিয়েছেন আগামী ডিসেম্বরে জাতীয় মিট শুরুর অগেই ইলেকট্রনিক বোর্ড সচল করা হবে। আগামীকাল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ