Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে গুলিবিদ্ধ শ্রমিক নেতার মৃত্যু গ্রেফতার হয়নি কেউ

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা: নাটোরে পূর্বঘটনার জের ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সরকারদলীয় তিন পরিবহন শ্রমিক নেতা গুলিবিদ্ধ হওয়ার ১৯ দিন পর গতকাল বুধবার সকালে ঢাকায় চিকিৎসারত মাসুদ রানা নামে এক শ্রমিক নেতার মৃত্যু হয়েছে। সে নাটোর জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক। ঘটনার পরপরই অভিযুক্ত চারজনের নামে দুু’টি মামলা করা হলেও এখনও পর্যন্ত কোন আসামীকেই গ্রেফতার হয়নি। শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য সাবেক পৌর কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম জানান, গত ২০ ফেব্রুয়ারী দুপুরের দিকে বাইপাস বটতলা মোড়ে তাদের অফিস থেকে মোটর সাইকেলে সংগঠনের লাইন সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক মাসুদ রানা ও জেলা কমিটির নির্বাহী সদস্য ড্রাইভার কোয়েল নাটোর সুগার মিল এলাকা দিয়ে বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষ আফজাল, রফিকুল, সুমন ও রতন হঠাৎ করেই নাটোর চিনিকলের তিন মাথায় তাদের ওপর গুলি ছুঁড়ে। এ সময় মাসুদ রানাকে খুব কাছে থেকে গুলি করা হলেও অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের শরীরে গুলি লাগায় তারা তিনজন আহত হয়। চিকিৎসাধিন অবস্থায় বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মাসুদ রানা মারা যায়। প্রতিপক্ষ আফজাল, রফিকুল, সুমন ও রতনের নামে নাটোর থানায় মামলা দায়ের করেছেন। বাদী রনি অভিযোগ করেছেন, আসামীরা জেলার একজন শীর্ষ আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠজন হওয়ায় মামলার ১৯দিনেও তাদের আটক করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটোরে গুলিবিদ্ধ শ্রমিক নেতার মৃত্যু গ্রেফতার হয়নি কেউ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ