বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় মালেক স্টিল-এর ফিটিং মিস্ত্রি কিরণের (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সানুর দাবি, কিরণ আত্মহত্যা করেছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে। ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
গতকাল দুপুর ২টায় রক্তাক্ত অবস্থায় কিরণকে উদ্ধার করে তার সহকর্মী জামাল ও দানিস ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। কিরণের স্বজন না থাকায় জামাল ও দানিসকে আটক করেছে মেডিকেল ক্যাম্প পুলিশ। ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল জানিয়েছে কাঁঠাল বাগান কালভার্টের পাশের একটি ভবনের ৫ম তলায় তারা কাজ করে, সেখানেই ঘুমায়। মালেক স্টিল-এর ব্যবস্থাপক সানু তাদের মোবাইল ফোনে জানায়, কিরণ আত্মহত্যার চেষ্টা করেছে। দ্রুত বাসায় ফিরলে সানু তাদের সিএনজি চালিত অটোরিকশায় তুলে কিরণকে ঢামেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। ওই বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।