Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাগ্গা জাসুস

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

জাগ্গা (রণবীর কাপুর) ক লাজুক আর কৌতূহলী তরুণ। বাবা বাগচী ওরফে টুটি ফুটির (শাশ্বত চ্যাটার্জি) সঙ্গে সে মফস্বলে থাকে সে। বাগচী একজন দুর্ঘটনাপ্রবণ মানুষ, প্রায়ই তাকে বিপত্তিতে পড়তে হয়। একদিন জাগ্গাকে একটি বোর্ডিং স্কুলে ভর্তি করে তার বাবা রহস্যজনকভাবে উধাও হে যায়। বছরে বাবার সঙ্গে তার যোগাযোগ হয় মাত্র একইবার আর তাও ডাকে আসা একটি ভিএইচএস টেপের মাধ্যমে। জাগ্গা নিঃসঙ্গ, পরিত্যক্ত আর সরল প্রকৃতির হলেও তার রয়েছে অসাধারণ বিশ্লেষণের ক্ষমতা। একজন দক্ষ ডিটেকটিভ সে, আর সেজন্য পুলিশ তার সাহায্য নেয় অসম্ভব সব কেস সমাধানের জন্য। কিন্তু জাগ্গা এখনও তার বাবার হদিস করতে পারেনি, তবে তার চেষ্টা চলছে নিয়ত। তার এই অনুসন্ধানের পথে একসময় শ্রæতি (ক্যাটরিনা কাইফ) নামে এক খেয়ালী সাংবাদিকের সঙ্গে তার পরিচয় হয়। শ্রæতিরও একটি আন্তর্জাতিক অপরাধ চক্র নিয়ে একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। বাগচীর কাছ থেকে শেখা নিজের কায়দা আর দক্ষতা এবং শ্রæতির সহযোগিতায় সে বেরিয়ে পড়ে সেই আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে সঙ্গে চলতে থাকে বাবার সন্ধান। এসব করতে গিয়ে দুজন এক আন্তর্জাতিক চোরাকারবারি দলের জালে আটকে পড়ে।
বলিউড শীর্ষ পাঁচ
১। জাগ্গা জাসুস
২। মম্
৩। শাব
৪। টিউবলাইট
৫। গেস্ট ইন লন্ডন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাগ্গা জাসুস

২১ জুলাই, ২০১৭
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ