Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উগ্র হিন্দুত্ববাদই চীনের সঙ্গে যুদ্ধের কারণে পরিণত হচ্ছে

| প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতে বেড়ে চলা উগ্র হিন্দুত্ববাদই চীনের সঙ্গে যুদ্ধের কারণে পরিণত হচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র গেøাবাল টাইমসে নিবন্ধকার ইয়ু ইং এ মন্তব্য করেছেন। এতদিন চীনের অভিযোগ ছিল ভারত জোর করে তাদের সীমান্তে অনুপ্রবেশ করেছে। গত এক মাস ধরেই এই অভিযোগ করে এসেছে চীনের সরকার পরিচালিত সংবাদমাধ্যমগুলো। এবার তাদের নতুন অভিযোগের তির ভারতের কেন্দ্রীয় সরকারের হিন্দুত্ব নীতির দিকে। গেøাবাল টাইমস লিখেছে, ভারতের সাবধান থাকা উচিত, যাতে ধর্মীয় জাতীয়তাবাদ দু’দেশকে যুদ্ধের দিকে না ঠেলে দেয়। এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ায় ভারতে হিন্দু জাতীয়তাবাদী আবেগের আগুনে ঘি পড়েছে। এই হিন্দু জাতীয়তাবাদে ভর করেই ক্ষমতায় এসেছেন মোদী। এ ধরণের অনুভূতি বৃদ্ধি পাওয়ার পর মোদী সরকার কিছুই করতে পারে নি, যার উদাহরণ হলো ২০১৪ সালের পর ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী মহল থেকে দিল্লিকে চাপ দেয়া হচ্ছে যেন বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে কড়া আচরণ করা হয়, বিশেষত চীন ও পাকিস্তানের ক্ষেত্রে। এবার সীমান্তে যে ঝামেলা, তাও ধর্মীয় জাতীয়তাবাদীদের কথা মাথায় রেখে চীনকে টার্গেট করা ছাড়া কিছু নয়। গেøাবাল টাইমসের দাবি, চীনের থেকে দুর্বল ভারত। কিন্তু তাদের রাজনীতিক ও কূটনীতিকরা চীন নীতি নিয়ে কোনো কাÐজ্ঞান দেখাচ্ছেন না, বরং উগ্র হিন্দু জাতীয়তাবাদে ভর করে চলছেন। গেøাবাল টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ