মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ছয় মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফের হারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার এক রায়ে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের আদেশ বহাল রেখেছে। ফলে এখন দাদা-দাদী এবং আত্মীয়স্বজনরাও যুক্তরাষ্ট্রে যেতে পারবে। যদিও ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কিছু অংশ বহাল থাকবে। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প আরোপিত নিষেধাজ্ঞার আওতা থেকে আরো কিছু মানুষকে মুক্তি দেয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেছিল হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারপতি। নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক-সূত্র থাকার শর্তযুক্ত বিবেচনার তালিকাটি আরো দীর্ঘায়িত করার আদেশ দিয়েছিলেন তিনি। অর্থাৎ, মার্কিন নাগরিকদের দাদা-দাদী, নানা-নানী, চাচা-চাচীসহ আত্মীয়-স্বজনদের নিষেধাজ্ঞার আওতামুক্ত করতে বলা হয়। এর আগে গত মাসে সুপ্রিম কোর্টের আদেশের পর ট্রাম্প প্রশাসন কেবল স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, বাগদত্তা এবং ভাই-বোনদেরকে নিষেধাজ্ঞার আওতামুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।