মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ইরাকি প্রধানমন্ত্রীকে বলেছেন, তার দেশ মসুল শহর পুনর্গঠনে সহায়তা করতে প্রস্তুত। স¤প্রতি মসুল শহর আইএস মুক্ত করেছে ইরাকি বাহিনী। তুরস্কের প্রধানমন্ত্রীর সূত্র গত বুধবার জানিয়েছে যে, মসুল শহর হতে বিতারিত আইএস প্রসঙ্গে ইরাকি প্রধান হায়দার আল-আবাদির সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী ইলদিরিম হায়দার আল-আবাদিকে বলেন, তুরস্ক মসুলের পুরাতন শহর পুনর্নির্মাণে অবদান রাখার জন্য প্রস্তুত আছে যা আইএস কর্তৃক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইলদিরিম আরো বলেন, এ অঞ্চলের উন্নয়নে জন্য তুরস্ক ইরাকি সরকারকে যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, আইএস গ্রæপ মসুল শহর ৩ বছর দখল করে রেখেছিল। ২০১৪ জুন মাসে আইএস ঐ শহরটি দখল করে নেয় এবং ইরাক ও সিরিয়া জুড়ে এক খিলাফত স্থাপনের ঘোষণা দেয়। মসুল শহর উদ্ধার করার জন্য গত নয় মাস ধরে ইরাকি বাহিনী আইএস’র সাথে লড়াই করছিল। অবশেষে ইরাকি বাহিনী সফলতা অর্জন করছে। গত সপ্তাহে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মসুলে আইএস’র বিরুদ্ধে ইরাকি বাহিনীর বিজয় ঘোষণা করেন। এখন ইরাকি সরকার মসুলে উন্নয়নের পরিকল্পনা করছে। অপর এক খবরে বলা হয়, বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত গত বুধবার বলেন, তুরস্ক জার্মানির সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু এটার জন্যে উভয় পক্ষের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। বার্লিনে তুর্কি ব্যবসায়ী সমিতি কেন্দ্র সফরকালে সাংবাদিকদের কাছে আলী কামেল আইডিন বলেন, উভয় দেশের গভীর স্থায়ী সম্পর্ক ছিল। তিনি বলেন, তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করতে চায় কিন্তু এটা এক তরফাভাবে একটি দেশের প্রচেষ্টায় অর্জন করা সম্ভব নয়। আলী আরো বলেন যে, বর্তমান দ্বিপাক্ষিক সমস্যাগুলো দূর করে তুরস্ক-জার্মানি সম্পর্ক উন্নয়নের জন্য উভয় পক্ষকে আরো সহানুভূতি ও সংহতি প্রদর্শন করা উচিত। গত বুধবার সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার অভিযোগে তুরস্ক এক জার্মান নাগরিকসহ বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করায় বার্লিন তুর্কি সরকারের সমালোচনা করেছে। গত বুধবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, জার্মান নাগরিকসহ বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে গ্রেপ্তার করার ঘটনার নিন্দা জানানোর জন্য তারা তুর্কি রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছে। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।