Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার ঢাবি ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ৩:১৪ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ছাত্রী মারিয়া (২০) মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ছাত্রীকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
মারিয়া ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষে পড়তেন। তিনি পরিবারের সঙ্গে ২৫৪, ৯/এ এলিফ্যান্ট রোডের ‘কনকর্ড টাওয়ার’র একটি ভবনের নবম তলায় থাকতেন।
মারিয়ার বড় বোন মরিয়া জানান, সকাল ৬টার দিকে মারিয়ার কক্ষে গিয়ে দেখা যায়, সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে ঢামেকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে মারিয়া আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
এদিকে মারিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ