পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : নিজের কার্যালয়ে বসে ঘুষ নেয়ার সময় গ্রেফতারকৃত নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুদক তাকে জিজ্ঞাসাবাদ করবে। ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস গতকাল বুধবার এ আদেশ দেন। একটি জাহাজের নকশা অনুমোদন করতে মতিঝিলে বিআইডবিøউটিএ ভবনে অধিদপ্তরের কার্যালয়ে পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় মঙ্গলবার তাকে হাতেনাতে আটক করে দুদকের একটি দল। এরপর এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদে গতকাল পাঁচদিনের হেফাজত চান। শুনানি শেষে বিচারক তাকে দুইদিন হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। শুনানিতে রিমান্ড আবেদন বাতিল চেয়ে আবেদন করেন ফখরুল ইসলামের আইনজীবী কবির হোসাইন। আদালতে আইনজীবী কবির দাবি করেন, প্রকৌশলী ফখরুল ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা অভিযোগে। এসময় ওই দাবির বিরোধিতা করে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, দুদকের নিয়ম অনুযায়ী ফাঁদ পেতে তাকে ধরা হয়েছে। ঘুষের টাকার যে নম্বর আগে জানা যায়, সেই নম্বরের টাকাসহ তিনি হাতেনাতে ধরা পড়েন। ঘটনা পরিষ্কার, এতে কোনো ক্যামোফ্লেজ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।