Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়াসিরের ‘মিশন ওয়ানডে’

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বর্তমানে পাকিস্তান টেস্ট দলের মূল অস্ত্র তিনিই। তার ঘূর্ণিতে নাকাল বিশ্বের বাঘা বাঘা সব ক্রিকেটার। লংগার ভার্সনে এখন র‌্যাংকিংয়ের ১৪ নম্বরে থাকলেও পাকিস্তান দেলের সেরা স্পিনার ইয়াসির শাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালের আগস্টে সাদা পোষাকে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত মাত্র ২৬ ম্যাচে তার শিকার ১৪৯ উইকেট। এবার দলের হয়ে সংক্ষিপ্ত ভার্সনে ভূমিকা রাখতে ওয়ানডে দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক নম্বরে ওয়ান স্পিনার। সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত মাত্র ১৭ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন। যেখানে ৪২.৫৫ গড়ে মাত্র ১৮ উইকেট শিকার করেছেন। স্থানীয় পাক প্যাসন ওয়েবসাইটকে দেয়া এ সাক্ষাৎকারে শাহ বলেন যে ফর্মেটেই খেলুক না কেন তার লক্ষ্য ভাল পারফরমেন্স করা, ‘আমার একমাত্র লক্ষ্য হচ্ছে পাকিস্তানের জন্য সেরাটা দেয়া। সেটা করতে আমি আমার সর্বোচ্চ চে’া করব। ঘরোয়া লীগগুলোর প্রতি ম্যাচে সেরা নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে ফিরতে নির্বাচকদের দৃ’ি আকর্ষণ করতে চাই। ওয়ানডে দলে ফেরা আমার লক্ষ্য এবং সেটা অর্জনে কঠোর পরিশ্রম করছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ