Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্ত এরাঙ্গা

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশনে কোন ত্রæটি না পাওয়ায় আবারো আন্তর্জাতিক ক্রিকেটে শামিন্দা এরাঙ্গাকে আবারও বোলিং করার অনুমতি দিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থার পক্ষ থেকে গতকাল দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। গত বছরের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এরাঙ্গার বোলিং অ্যাকশনে নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের আম্পায়ার পাকিস্তানের আলিম দার ও ভারতের সুন্দরম রবি। আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তীতে এরাঙ্গাকে আন্তর্জাতিক ক্রিকেট সাময়িক বোলিং নিষিদ্ধ করে আইসিসি। এর পরও ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট ও আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডেতে অংশ নেন এরাঙ্গা। তবে জুন থেকে শ্রীলংকার হয়ে কোন ম্যাচই খেলতে পারেননি তিনি। এরপর নিজের বোলিং অ্যাকশন শুধরাতে কাজ করেছেন এরাঙ্গা। পরবর্তীতে ভারতের চেন্নাইয়ে বোলিং পরীক্ষাগারে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষা ভিত্তিতে এরাঙ্গার বোলিং অ্যাকশনে বড় ধরনের ত্রæটি পায়নি আইসিসি। কারণ নির্দি’ ডেলিভারিগুলোতে তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয় না।
২০১১ সালে অভিষেকের পর শ্রীলংকার হয়ে ১৯টি করে টেস্ট-ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলেছেন এরাঙ্গা। টেস্টে ৫৭ উইকেট ও ওয়ানডেতে ২১টি উইকেট নিয়েছেন তিনি। টি-২০ ফরম্যাটে ৩টি উইকেট রয়েছে ৩১ বছর বয়সী এরাঙ্গার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ