Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : রজার ফেদেরারের অমরত্বে মাত্রই পর্দা নামলো উইম্বলডনের। এরই মাধ্যে দামামা বাজতে শুরু করেছে বছরের শেষ গ্র্যান্ড ¯ø্যাম ইউএস ওপেনের। আগামী ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কের সবুজ গালিচা আবারও মাতাবেন টেনিস তারকারা। তবে এবার আরো বাড়িয়ে সর্বমোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার (৪৩.৩ মিলিন ইউরো)! গতবারের তুলনায় প্রতি রাউন্ডে গড়ে বেড়েছে প্রায় সাড়ে সাত শতাংশ। যেকোন টেনিস ইভেন্টের জন্য যা একটি রেকর্ড।
যুক্তরা’্র টেনিস এসোসিয়েশন এক বিবৃতিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে বলেছে, পুরো টুর্ণামেন্টের প্রাইজমানিসহ আনুষাঙ্গিক সবকিছু মিলিয়ে পুরো ৫০.৪ মিলিয়ন ডলার পুরস্কার বাবদ ব্যয় হবে। এর মধ্যে শুধু পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন পকেটে পুড়বেন ৩.৭ মিলিয়ন ডলার করে! এ সম্পর্কে যুক্তরা’্র টেনিস এসোসিয়েশনের চেয়ারম্যান ক্যাটরিনা এ্যাডামস জানান, ‘পাঁচ বছর আগে আমরা খেলোয়াড়দের প্রতিশ্রæতি দিয়েছিলাম একসময় প্রাইজমানির পরিমান ৫০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আজ আমরা সেই প্রতিশ্রæতি রক্ষা করেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ