নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : অর্থ আত্মসাতের অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাঞ্জেল মারিয়া ভিলার লিওনাকে আটক করেছে সেদেশের পুলিশ। পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন তথ্য দিয়েছ বিবিসি।
স্পেন জাতীয় দলের সাবেক ফুটবলার ভিলার ১৯৮৮ সাল থেকে দেশটির ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় কর্তার আসনে বসে আছেন। স্প্যানিশ হাই কোর্ট রয়টার্সকে জানায়, দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। ৬৭ বছর বয়সী মি. ভিলার কিংবা তার আইনজীবী এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। উল্লেখ্য, কিছুদিন আগে এক অভিযানে তার ছেলে গোরকাকে আটক করে স্প্যানিশ পুলিশ।
ভিলারের আমলেই বিশ্বর অন্যতম ফুটবল পরাশক্তিতে পরিণত হয় স্পেন, রেকর্ড গড়ে ইউরো-বিশ্বকাপ-ইউরো জয়ের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।