Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’দলেরই চোখ ফাইনালে

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : এম এ আজিজ স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে আজ দ্বিতীয় সেমিফাইনাল। শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খেলবে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে। দল দু’টি গ্রæপ পর্বে তাদের স্ব স্ব ম্যাচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১১-০ গোলে মা ও শিশু মেডিকেল কলেজকে এবং বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিকে ৯-০ গোলে হারায়। অপরদিকে সাদার্ন বিশ্ববিদ্যালয় ৩-০ গোলে চট্টগ্রাম মেডিকেল কলেজকে এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিরুদ্ধে সমপরিমাণ গোলে জয়লাভ করে। তবে সাদার্ন তাদের প্রথম ম্যাচে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছে দুই গোলে হেরেছিল। উভয় দল যোগ্য দল হিসেবে সেমিফাইনালে এসেছে। তাই ফাইনালে যাওয়ার লক্ষ্যে আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি উভয় দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। উভয় দলের অধিনায়ক জয়ের আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে টাইব্রেকারে ফলাফল নিষ্পত্তি হবে। সুতরাং নির্ধারিত সময়ে গোলের সুযোগ যারাই কাজে লাগাতে পারবে তারাই ফাইনালে যাবে। আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২১ জুলাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ