Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

৫ দফা দাবিতে করিম জুটমিলের শ্রমিকদের বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

না.গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ৫ দফা দাবিতে ডেমরার রাষ্ট্রায়ত্ত করিম জুট মিলস লিঃ-এর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় শ্রমিক নেতা আবুল হোসেনের নেতৃত্বে মিলের প্রধান গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ডেমরা ফাঁড়ির ইনচার্জ এস আই মুস্তাাকিন ও থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সমাবেশে সি.বি.এ-নন সি.বি.এ’র যুগ্ম আহ্বায়ক (করিম জুট মিল) আবুল হোসেন বলেন, শ্রমিকদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৬ মার্চ আমরা বিক্ষোভ সমাবেশ করেছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবির ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।
পূর্বের ঘোষণা অনুযায়ী গত ৮ মার্চ মঙ্গলবার দুপুরে একই দাবিতে মিলের মেইন গেটে শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল (বুধবার)ও একই দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শ্রমিকনেতা আবুল হোসেন আরও বলেন, অবিলম্বে মজুরি কমিশনের বকেয়া, ২০১৩ সালের জুলাই মাস থেকে বকেয়া ২০ শতাংশ মহার্ঘভাতা, প্রয়োজনীয় পাট ক্রয়ের টাকা, অবসরে যাওয়া ৬ হাজার ২৬৮ জন শ্রমিকের ৩শ’ ৭০ কোটি টাকা পরিশোধ ও ২০০৯ সাল থেকে গ্রাচুইটি বকেয়া অতিসত্বর প্রদান করতে হবে। অন্যথায় আগামী ১১ মার্চ শ্রমিকদের সভা ও ১৩ মার্চ লাল পতাকা মিছিল করা হবে। দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলেও সভায় জানায় শ্রমিক  নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫ দফা দাবিতে করিম জুটমিলের শ্রমিকদের বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ