Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের সিদ্ধান্ত থেকে আমরা নিজেদের বিচ্ছিন্ন করেছি : থং টুন

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অং সান সু চির নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা থং বলেন, জাতিসংঘের সিদ্ধান্ত থেকে আমরা নিজেদের বিচ্ছিন্ন করেছি। কারণ এটা কম গঠনমূলক। তাদের তদন্ত ওই এলাকার উত্তেজনা কেবল বাড়াতেই পারে। তদন্ত দলকে স্বাগত জানাতে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির আহŸানের এক সপ্তাহ পর মিয়ানমার সরকারের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এল। মার্কিন রাষ্ট্রদূত স্কট মার্শিয়েলসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও জাতিসংঘের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠকে অং সান সু চির নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা থং টুন জাতিসংঘের তদন্ত নিয়ে তাদের এ অসন্তোষের কথা জানান। বলা বাহুল্য, এর আগেও জাতিসংঘের তদন্ত দল নিয়ে অসন্তোষের কথা জানিয়েছিল মিয়ানমার। চলতি বছরের মে মাসে তারা জাতিসংঘ তদন্ত দলের তিন বিশেষজ্ঞকে মিয়ানমারের ভিসা দিতে অস্বীকৃতি জানায়। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ১০ লাখের মতো মুসলিম রোহিঙ্গার বাস, যাদের সিংহভাগই থাকেন পশ্চিমের রাখাইন রাজ্যে। দশকের পর দশক সেনাশাসনে থাকা দেশটিতে প্রায়ই রোহিঙ্গাদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে। সেনা অভিযানের নামে সেখানে মুসলিমদের হত্যা, ধর্ষণ ও নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন মানবাধিকার সংগঠনের। গত বছর অক্টোবরে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীরা মিয়ানমার সীমান্তপুলিশের তিনটি পোস্টে হামলা চালিয়ে নয় পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। ওই হামলার পর রাখাইন রাজ্যে ব্যাপক সেনা অভিযানে শতাধিক মানুষ নিহত হন, অসংখ্য নারী ধর্ষণের শিকার হন, পুড়িয়ে দেয়া হয় এক হাজারের বেশি ঘরবাড়ি। যদিও রাখাইনে সহিংসতা ও নির্যাতনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিয়ানমারের সরকার। এদিকে মিয়ানমারের মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলে পাঁচ বছরের কম বয়সী ৮০ হাজারেরও বেশি শিশু চরম অপুষ্টির শিকার এবং অপুষ্টি থেকে সুরক্ষা দিতে আগামী এক বছরে তাদের চিকিত্সার প্রয়োজন হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি বা ডবিøউএফপি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ