মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মাত্র ৪৬৩ টাকা চুরির মামলা ২৯ বছর ধরে চলছে। অবশেষে রায় হলো। সাজা হলো। দুজনের পাঁচ বছর করে। অভিযুক্ত আরেকজন বেঁচে নেই। কারাবাসে মারা যান ২০০৪ সালে। ২১ অক্টোবর, ১৯৮৮ সাল। সেদিন ভারতের শাহজানপুর থেকে ট্রেনে পাঞ্জাবে যাচ্ছিলেন ওয়াজিদ হুসাইন। তখন তিনি যুবক। চাকরির খোঁজে যাচ্ছিলেন। ট্রেনে কথা হয় তিন যুবকের সঙ্গে। চন্দ্রপাল, কানাই লাল আর সর্বেশ। তারা বন্ধু। তাদের অনুরোধে চা পান করেন ওয়াজিদ। কিন্তু তাতে ছিল ঘুমের ওষুধ মেশানো। চা পানে অচেতন হন ওয়াজিদ। তার পকেটে ছিল ৪৬৩ টাকা। টাকা নিয়ে লাপাত্তা হন তিন বন্ধু। চুরির অভিযোগে মামলা হয় চন্দ্রপাল, কানাই ও সর্বেশের নামে। মামলার বাদী ছিলেন ওয়াজিদ। ভারতীয় দÐবিধির তিনটি ধারায় মামলা হয়। ৩৭৯ (চুরি), ৩২৮ (বিষ প্রয়োগে আহত) ও ৪১১ (চুরির সম্পদ আত্মসাৎ)। সেই ২৯ বছর আগের কথা। গ্রেপ্তার হন চন্দ্রপাল, কানাই ও সর্বেশ। বিচার চলতে থাকে। দিন আসে, দিন যায়। কারাগারে কাটতে থাকে জীবনের মূল্যবান সময়। ৪৬৩ টাকার জন্য, মাত্র এই কয়েকটা টাকার জন্য। ১৬ বছর জেল খেটে মারা যান চন্দ্রপাল। কানাই ও সর্বেশ সাজা খাটছেন তো খাটছেন। টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।