Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ’র ভবিষ্যতের দিকে নজর দিন : মার্কেল

ব্রেক্সিট আলোচনা স্থবিরতার আশঙ্কা ইউরোপীয় কূটনীতিকদের

| প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, জোটের স্বার্থেই ইইউ›র উচিত ব্রেক্সিটের পরেও ব্রিটেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। একইসঙ্গে, কেবল বেক্সিট ইস্যু নিয়ে পড়ে না থেকে ইইউ’র ভবিষ্যতের দিকেও জোটের নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ব্রাসেলসে দ্বিতীয় পর্বের ব্রেক্সিট আলোচনার প্রথম দিনে ইউরোপে বসবাসরত ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনে বসবাসরত ইইউ নাগরিকদের ভাগ্য নির্ধারণ সম্পর্কিত বেশ কিছু প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। ব্রেক্সিট বিষয়ক সমঝোতামূলক আলোচনা স্থবির হয়ে পড়তে পারেÑ এমন আভাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান সমঝোতাকারী মাইকেল বার্নিয়ের। এক্ষেত্রে তিনি ব্রিটেনের ব্যর্থতাকে দায়ী করেছেন। বলেছেন, ব্রেক্সিটের জন্য বড় অংকের আর্থিক সমঝোতায় পৌঁছতে হবে ব্রিটেনকে। কিন্তু এতে তারা সম্মত হতে ব্যর্থ হয়েছে। এতে আলোচনা থমকে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। খবরে বলা হয়, ইইউ প্রস্তাবগুলো বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখাই ইইউ’র প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন জোটের প্রধান আলোচক মিশেল বার্নিয়ে। এদিকে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, কেবল ব্রেক্সিট ইস্যুতে পড়ে না থেকে, ইইউ›র উচিত জোটের ভবিষ্যতের দিকে নজর দেয়া। গেল মাসে প্রথম পর্বের আলোচনা শেষে সোমবার, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয় দ্বিতীয় পর্বের বেক্সিট আলোচনা। আলোচনাকে সামনে রেখে একদিন আগেই দু’পক্ষের প্রতিনিধিরা ব্রাসেলসে পৌঁছে নিজেদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেন। আলোচনার প্রথম দিনেই, ব্রিটেনের পক্ষ থেকে ইইউ’র কাছে ইউরোপে বসবাসরত ব্রিটিশ নাগরিক এবং ব্রিটেনে বসবাসরত প্রায় ৩২ লাখ ইইউ নাগরিকের ভাগ্য নির্ধারণে বেশ কিছু উল্লেখযোগ্য প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন। প্রস্তাবগুলো ইইউ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, নাগরিকত্বের বিষয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে উপস্থাপন করা প্রস্তাবগুলোতে ব্রিটিশ এবং ইইউ উভয় নাগরিকদেরই স্বার্থের কথা বিবেচনা করা হয়েছে। উভয় পক্ষের নাগরিকদের ভবিষ্যৎ এবং নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেয়ার চেষ্টা করেছি আমরা। আশা করছি, প্রস্তাবগুলো তারা বিবেচনা করে দেখবেন কেননা এটি সত্যিই একটি অসাধারণ প্রস্তাব। অন্যদিকে, ইইউ-এর প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে বলেছেন, জোট তার নিজস্ব অবস্থান থেকেই ব্রিটেনের দেয়া প্রস্তাবগুলো নিরীক্ষার পর বিবেচনা করবে কি করবে না সে-সিদ্ধান্ত নেবে। একইসঙ্গে, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখাই এই মুহূর্তে জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি। বর্নিয়ে বলেন, ‹আমরা তাদের দেয়া প্রস্তাবগুলো আমাদের নিজস্ব অবস্থান থেকে নিরীক্ষা করবো। আমাদের প্রতিনিধিদলের প্রধান অগ্রাধিকার যে বিষয়গুলোতে সেগুলো হলো, ইইউ নাগরিকদের স্বার্থরক্ষা, অর্থনৈতিক সমঝোতা এবং অন্যান্য পৃথকীকরণ ইস্যু। এগুলোকে মাথায় রেখেই আমরা আলোচনা এগিয়ে নিতে চাই। বিবিসি, রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ