Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ দিনেও হদিস মেলেনি চায়নার

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নিখোঁজের দশ দিনেও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণীর ছাত্রী চায়না খাতুনের (১৩)। গত ২৮ ফেব্রুয়ারি নগরীর পাঠানপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়। চায়না কানপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মকসেদ আলীর কন্যা। পিতার মৃত্যুর পর অভাবের তাড়নায় সে নগরীতে চলে আসে বড় বোনের বাসায়। সেখান থেকে লেখাপড়া করছিল। হঠাৎ করে ২৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। পরদিন এ ব্যাপারে বোয়ালিয়া থানায় জিডি করা হয়। এরপর থেকে চলছে হন্যে হয়ে খোঁজা। পরিবারের সন্দেহের তীর প্রতিবেশী দূর সর্ম্পকের আত্মীয় সেজো বেগমের দিকে। নিখোঁজের আগ দিয়ে তার সাথে চায়নাকে আলাপ করতে দেখেছে অনেকে। পরিবারের সন্দেহ চায়নাকে উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে কোথাও সরিয়ে রেখেছে। সন্দেহের কথা পুলিশকে জানিয়েছে। কিন্তু পুলিশ তা আমলে আনছে না বলে অভিযোগ পরিবারের সদস্যদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দশ দিনেও হদিস মেলেনি চায়নার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ