Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফ গ্লোবাল স্পোর্টসের হুমকি!

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) হুমকি দিলো সাইফ গ্লোবাল স্পোর্টস। তারা ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে নিজেদের পৃষ্ঠপোষকতা সরিয়ে নেয়ার আভাস দিয়েছে। চলতি মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা বিপিএলের দশম আসর। সবকিছু ঠিক থাকলে ২৮ জুলাই শুরু হবে এই লিগ। কিন্তু তার আগেই লিগের পৃষ্ঠপোষকতা নিয়ে জটিলতা শুরু হয়েছে। বাফুফে নাকি চুক্তির বাইরে কাজ করছে। এমন দাবী সাইফ গ্লোবাল স্পোর্টসের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের সঙ্গে বাফুফের চুক্তি ছিল, বিপিএলের খেলা হবে দেশের সাতটি ভেন্যুতে। কিন্তু এবার ভেন্যু কমিয়ে তারা দু’টি (ঢাকা ও চট্টগ্রাম) করেছে। আমরা অন্তত তিনটি ভেন্যু চেয়েছিলাম। সেটাও হয়নি। আমাদের দাবীর গ্রাহ্য করেনি বাফুফে। এসব নিয়েই আমাদের আপত্তি রয়েছে।’ তিনি যোগ করেনে,‘ তা ছাড়া লিগ শুরুর আগে সূচি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। বর্ষপঞ্জি মেনে শুরু হচ্ছে না লিগ। বারবার দিনক্ষন পেছানো হয়েছে। আমরা লিগের স্বত্ব কিনেছি এটা বিক্রি করার জন্য। কিন্তু যাদের কাছে বিক্রি করতে চেয়েছিলাম তারা এসব দেখে আগ্রহী হচ্ছে না। আমি দৃঢ়কন্ঠে বলতে চাই, যদি শেষ পর্যন্ত লিগের স্বত্ব বিক্রি না হয় তাহলে পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করে নিতে পারি আমরা।’
গেল বছর বাফুফের কাছ থেকে বিপিএলের স্বত্ব কেনে সাইফ পাওয়ারটেক। ফলে ওই বছরের ১১ জুন বেশ ঘটা করে তাদেরই সহযোগী প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয় বাফুফের। চুক্তির শর্ত ছিল, পাঁচ বছরের জন্য বাফুফেকে ২০ কোটি টাকা দেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। প্রথম বছর ৪ কোটি টাকা দিলেও এবার টাকার অঙ্ক কমছে। বাফুফে ২ কোটি চাইলেও তাতে নাকি রাজি হচ্ছে না সাইফ গ্লোবাল স্পোর্টস। বলা যায়, একবছর যেতে না যেতেই দুই পক্ষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। যার রোষালনে পরতে যাচ্ছে বিপিএলের দশম আসর। সাইফ পাওয়ারটেক কিছুদিন আগে মৌখিকভাবে এসব বিষয় বাফুফেকে জানিয়েছিলো। কিন্তু গত বৃহস্পতিবার তারা চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাফুফেকে বিষয়টি অবহিত করে। এ ব্যাপারে তরফদার রুহুল আমিনের কথা, ‘চিঠিতে আমরা আমাদের সমস্যাগুলো জানিয়েছি। দেখি বাফুফে কী সমাধান দেয়।’
লিগের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সরে যাচ্ছে, এমন তথ্যে উদ্বিগ্ন নন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন,‘ওরা সরে দাঁড়াবে, এই আশঙ্কা আমাদের একেবারেই নেই। সাইফ গ্লোবাল স্পোর্টস চিঠির মাধ্যমে জানতে চেয়েছে লিগ কেন এক মাসেরও বেশী সময় পেছানো হলো? ওরা বলেছে লিগের ভেন্যু যেহেতু গতবার পাঁচটি ছিল, এবার দু’টি হওয়ায় ওদের স্পনসর জোগাড় করতে কষ্ট হচ্ছে। এসব নিয়ে তারা বাফুফের মতামত চায়। শিগগিরই আমরা ওদের সঙ্গে বসবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ