Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয়

| প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সিজেকেএস আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে। এমএ আজিজ স্টেডিয়ামে গতকাল প্রথম সেমিফাইনালে তারা টাইব্রেকারে ৫-৩ গোলে প্রিমিয়ার বিশ^বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলা শেষে ম্যাচ সেরা পুরস্কার আইআইইউসির কামরুল হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস ফুটবল কমিটির সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এ ম্যাচে নির্ধারিত ৭০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকায় ফলাফল নিষ্পত্তির জন্য টাইব্রেকারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এতে আইআইইউসির আবদুল্লাহ ইব্রাহিম, আলী আবদুল্লাহ, মামুন, বেলাল ও কামরুল এবং প্রিমিয়ারের শুভ শীল, নোমান ও হামিম গোল করেন। তাদের সায়েম বাইরে শট করেন।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সাদার্ন বিশ^বিদ্যালয়ের মধ্যকার বিজয়ীর সাথে ফাইনালে খেলবে আইআইইউসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ