Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মাইজভা-ার দরবার শরীফের বার্ষিক ওরস কাল

প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালের নবগ্রাম রোড সংলগ্ন এ আর খানপুরী সড়কের মাইজভা-ার দরবার শরীফে ৩৬তম পবিত্র ওরস শরিফ ও বার্ষিক ছুন্নতে খাতনা অনুষ্ঠান শুরু হচ্ছে আগামীকাল। হজরত মাওলানা কেরামত আলী মাইজভা-ারী ছাহেব এ ওরস শরীফে ওয়াজ নসিহত ও হালকায়ে জিকির পরিচালনা করবেন। এছাড়া বাংলাদেশ ইমাম সমিতির বরিশাল মহানগর সাধারণ সম্পাদক এইচএম মাওলানা মাহমুদুল হাসান আনসারী ও ঝালকাঠীর মোকাররমপুর দরবার শরীফ মসজিদের খতিব হজরত মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম জেহাদীসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণও এ ওরস উপলক্ষে মাহফিলে ওয়াজ নসিহত করবেন। বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু এ মাহফিলে প্রধান মেহমান থাকবেন বলে এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানান হয়েছে।
এ ওরস শরীফ উপলক্ষে বিনামূল্যে বিপুলসংখ্যক দুঃস্থ শিশু কিশোরের সুন্নতে খাতনা সম্পন্ন হবে। মুনসর আলী ডাক্তার প্রতি বছরের মতো এসব শিশু-কিশোরের সুন্নতে খাতনা সম্পন্ন করবেন বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাইজভা-ার দরবার শরীফের বার্ষিক ওরস কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ